দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে আলোচনা সভা

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও গণচেতনা, ইউএন ওমেন ও মানুষের জন্য ফাউন্ডেশন এর আয়োজনে মঙ্গলবার এক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী। গণচেতনার সভাপতি ও তরঙ্গ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিতে এবং গণচেতনা প্রজেক্ট কো অডিনেটর ফাতেমা নার্গিস ও জনকল্যাণ ফেডারেশনের নির্বাহী পরিচালক লায়লী আক্তারের সঞ্চালনায় জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেইজ-২) লিঙ্গ ভিত্তিক সহিংসতা, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিত করণ এবং সমস্যা মোকাবেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে নিবন্ধন ও আসন গ্রহণ, সভাপতির স্বাগত ভাষন, অংশগ্রহণকারীদের পরিচিতি, সংস্থার পরিচিতি, প্রকল্প ও মূল বিষয় উপস্থাপন, সভার প্রতিবেদন উপস্থাপন, অতিথিদের উন্মুক্ত বক্তব্য সহ অন্যান্য কার্যকম পরিচালিত হয়। এতে বক্তব্য রাখেন, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মানুষের জন্য ফাউন্ডেশন এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহমেদ, ডেপুটি ম্যানেজার নূ-ই আফজা, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, নূরালয় স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সবুরা আসমা, ডাক্তার ইলিয়াস হোসেন, বনফুল সভানেত্রী রাজিয়া খাতুন, প্রশিপস নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ও পরিচালক সাবেক ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া সরদার, জাকিয়া সুলতানা, বেইস ম্যানেজার তাহেরুল ইসলাম সহ অন্যান্য।