জামালপুরে প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় ‘ঈধসঢ়ধরমহ ড়হ চৎড়সড়ঃরহম ড়হ এবৎরধঃৎরপ ঐবধষঃয ধহফ চধষষরধঃরাব ঈধৎব (চধপশধমব ঘড়: খঐঊচ/২০২৩-২০২৪/ঝ-০৫)’ এর কার্যক্রমটি বেসরকারী কনসাল্টিং ফার্ম প্লে ডক্টর, রোড নং-২৮/ক, প্লট-৫, রূপনগর কমার্শিয়াল এরিয়া, মিরপুর, ঢাকা-১২১৬ এর সহযোগিতায় জামালপুর জেলায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে সচেতনতামূলক ক্যাম্পেইন গত ২ মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন ডাঃ রুখশাত শাহরীন রুথী, এমও-সিএস ও মোঃ আনিছুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর সহ আরও অনেকে। উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় ১৫০টি বুকলেট, ১৫০টি লিফলেট ও ১৫০টি পোলো শার্ট বিতরণ করা হয়েছে।