সাদিক মাহমুদ অর্প : জামালপুরে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ গতকাল ৫ মে রবিবার উৎযাপিত হয়। জামালপুর জেলা শিক্ষা অফিস কতৃক আয়োজিত জেলা পর্যায়ের শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং অনুষ্ঠান শহরের ফৌজদারি মোড়ে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে ৮ টি ভেন্যুতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ইংরেজি রচনা/ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা,বাংলা রচনা/কবিতা আবৃত্তি, কেরাত ও হামদ/নাত, লোক নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, একক বিতর্ক প্রতিযোগিতা,দেশাত্মবোধক/রবীন্দ্র/নজরুল সঙ্গীত,উচ্চাঙ্গসংগীত/জারি গান,ভাওয়াইয়া /ভাটিয়ালি /পল্লী গীতি,নির্ধারিত বক্তৃতা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী/শিক্ষক/প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
জেলা শিক্ষা অফিস ৫ ও ৬ মে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিয়োগিতায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পরবর্তী তারিখ নির্ধারণ করে সনদ ও পুরস্কার বিতরণ করবেন বলে জেলা শিক্ষা অফিস জানিয়েছেন। জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন (অঃদাঃ) সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, প্রতিয়োগিবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।