৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু, জামালপুর জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ৫ মে রোববার সকালে ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ মনজুরুল হক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।