নকলায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলার লাভা লংগরপাড়া এলাকা ঢাকাগামী বাইপাস রোডে ৭মে দিবাগত রাত সাড়ে ৮ টার সময় সড়ক দুর্ঘটনা হয়। জানাগেছে, এই দূর্ঘটনাতে ৩জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। চলতি বোরো মৌসুমে রাস্তার উপরে খড়ের ডিবি ও ছড়ানো খড়ের উপর ঢাকাগামী একটি ট্রাক ফুলপুর হতে যাত্রীবাহী অটোর উপর চাপ দিলে ঘটনাস্থলেই ঝিনাইগাতী মালিঝি কান্দা এলাকার সায়েদুর রহমানের পুত্র রাজা মিয় (৫০), নালিতাবাড়ী নন্নীর পোড়াগাঁও এলাকার জবেদা খাতুন (৭৫) মারা যায়। আবেদা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য নেয়ার পথে রাস্তায় প্রাণ হারায়। অটোতে থাকা একটি শিশুর কোন ক্ষতি না হলেও অটোচালক চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুব্যক্তিরা আত্মীয়ের লাস দাফনের উদ্দেশ্যে ফুলপুর গিয়েছিল। ফিরে আসার পথে পথিমধ্যে তার এই দূর্ঘটনার স্বীকার হয়। ঘাতক ট্রাকটি তাৎক্ষনিক ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। তার সন্ধান এখনো মিলেনি। অপর দিকে ৮ মে ভোর সকাল সোয়া ৫ টার সময় ধান ভর্তি একটি ট্রাক নকলা হলমোড় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে থাকে। কোন হত্যাহতের খবর না পাওয়া গেলেও রাসেলের হোটেলের একটি তাক ভেঙ্গে যায়। এ.আই আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া জানান ইহা একটি মর্মান্ত্রিক দূর্ঘটনা তবে হলমোড়ে ঘটনাটিতে কোন ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেনি। আমরা নিহয়তদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাস গুলো হস্তান্তর করেছি।