নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী প্রার্থী হয়েছেন। এরা হলেন- ক্লোডিয়া নকরেক কেয়া পদ্মফুল প্রতীক ও নোহেলিকা দিব্রা ফুটবল প্রতীক। ইতোমধ্যেই দুইজনই নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন। ক্লোডিয়া নকরেক কেয়ার বাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের পুর্ব আন্ধারুপাড়া গ্রামে। আর নোহেলিকা দ্রিবার বাড়ি রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে।
নালিতাবাড়ী উপজেলা পৌরসভাসহ ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হলো- ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। এরমধ্যে শুধু যোগানিয়া ইউনিয়ন ছাড়া বাকিসব ইউনিয়নে কমবেশি ১৫ হাজার ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ভোটার রয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই উপজেলায় কোন গারো ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিংবা কেউ নির্বাচিত হননি। তবে নোহেলিকা দিব্রা শেরপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আপরদিকে, বর্তমান নালিতাবাড়ী ট্রাইবাল চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেকের একমাত্র কন্যা হলেন ক্লোডিয়া নকরেক কেয়া। একজন হলেন জেলা পরিষদের সদস্য আরেকজন হলেন ট্রাইবাল চেয়ারম্যানের কন্যা। সেই হিসেবে চলমান দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জনেই শক্ত অবস্থানে রয়েছেন। প্রচার প্রচারনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভোট ছাড়াও মুসলিম সম্প্রদায়ের ভোটারদের দৃষ্টি করছেন দুজনই। গারো সম্প্রদায়ের দাবি তাদের সম্প্রদায় থেকে একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে স্থানীয় সরকার প্রশাসনে নতুন নেতৃত্ব গ্রহন করে ইতিহাস করবেন।
এছাড়া নালিতাবাড়ী উপজেলায় একই পদে মুসলিম সম্প্রদায় থেকে আরো দুইজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসি প্রতীক ও জেলা ওর্য়ার্কাস পর্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা হাঁস প্রতীক। আগামী ২১ মে এই উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।