ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক সভা

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক স্কুল সেশন সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার ১৪ মে ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসায় দিনব্যাপী স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সামাজিক আচরণ পরিবর্তন এসবিসি প্রকল্পের উদ্যোগে শিশু বিবাহ বন্ধ, শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ এবং প্রতিবন্ধী শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি উন্নয়নের শিক্ষক-শিক্ষার্থী, এসএমসি সদস্য ও অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় ভিত্তিক সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক সভায় সামাজিক আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ রোধসহ শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন, শিশু টিকা, শিশু নির্যাতন বন্ধ, জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলচনা করা হয়। এসবিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম হচ্ছে যেমন, কিশোর-কিশোরী, মা দলের মিটিং, কমিউনিটি ডায়ালগ, কমিউনিটি ক্যাম্পেইন, কমিউনিটি মাইকিং, টি স্টল মিটিং, ইউনিয়ন অবহিতকরণ সভা, কমিউনিটি কনসাল্টেশন মিটিং, স্কুল সেশন, এসএমসি/শিক্ষক মিটিং, রিভিউ মিটিং ইত্যাদি। এসবিসি প্রকল্পের প্রকল্প সুপারভাইজার আমিনা আক্তারের সঞ্চালনায় উক্ত বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছামিউল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুর রশিদ, ইউ মেম্বার রফিকুল ইসলামসহ আরো অনেকে।