রৌমারী সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে ২০২৩/২৪ অর্থবছরে এডিপি’র আওতায় উপজেলায় উন্নয়ন সহায়তা তহবিলের ৪ কিস্তিতে সম্ভাব্য ৯৭ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ পায় । উক্ত টাকা হতে ৩০% প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এবং টেন্ডারের মাধ্যমে ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬৮০ টাকার মোট ৫৩ টি প্রকল্প গ্রহন করা হয়। সেই টাকার মধ্যে প্রকল্প কমিটির মাধ্যমে ১৭ টি প্রকল্প ও টেন্ডারের মাধ্যমে ৩৪ টি প্রকল্প এবং এডিপির মাধ্যমে ২টি প্রকল্প বাস্তবায়নের লক্ষে প্রকল্প তালিকা চুরান্ত করা হয়।
জানা গেছে,উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে রিংস্লাভ বিতরণ ১ লাখ টাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুক সেল বিতরণ ১ লাখ ৫০ হাজার টাকা। বিক্রিবিল তিন রাস্তার মোড় হতে উত্তর দিক পর্যন্ত রাস্তা এইচ বি করণ ১ রাখ টাকা । বন্দবেড় ইউনিয়ন এবং টাপুরচর বটতলার বেদীতে গোল চত্তর তৈরী ও টাইলস করণ ১ রাখ টাকা। উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের স্কুলের সামনে মসজিদের পূর্বদিকে গাইড ওয়াল নির্মাণ ১ লাখ টাকা। চরশৌলমারী ইউনিয়নের ফুলকারচর গ্রামের দায়রাপাক দরবার শরীফে টয়লেট ও টিউবওয়েল নির্মাণ ১ লাখ টাকা। শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামে উত্তর দিকে মসজিদে অজু খানা নির্মাণ ১ লাখ টাকা। দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাছবাড়ি মসজিদের অজু কানা নির্মাণ ১ লাখ টাকা। উপজেলার নারীদের কল্যাণের জন্য সেলাই মেশিন বিতরণ ২ লাখ ৯২ হাজার টাকা। ডিসি রাস্তা হতে শৌলমারী এম আর স্কুল গেট পর্যন্ত রাস্তা সিসি করণ ২ লাখ টাকা। চৎলাকান্দা আলমের বাড়ির নিকট পাকা হতে পূর্বদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বাড়িগামী রাস্তা ও রৌমারী কাষ্টমস অফিসের অসমাপ্ত রাস্তা সিসি করণ ৩ লাখ টাকা। ২নং শৌলমারী ইউনিয়নের দুস্থ কৃষকের মাঝে ¯্রেেমশিন বিতরণ ২ লাখ টাকা। উপজেলার ছয়টি ইউনিয়নে কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ ২ লাখ টাকা। বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের সবুর এর বাড়ির সামনে হেরিং এর মাথা হতে বাগুয়ারচর দাখিল মাদ্রাসা পর্যন্ত এইচবি করণ ২ লাখ টাকা। বন্দবেড় ইউনিয়নে কৃষক পরিবারের মাঝে স্প্রেমেশিন বিতরণ ২ লক্ষ টাকা। চরশৌলমারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অবশিষ্ট প্রাচীর নির্মাণ ৫ লক্ষ টাকা। চরশৌলমারী ইউনিয়নে সুখের বাতি জামে মসজিদের টয়লেট নির্মাণ ২ লাখ টাকা। কোমড় ভাঙ্গি সরকার পাড়া পাকা রাস্তা হতে উত্তর দিকে সিসি করণ ৫ লক্ষ টাকা। যাদুরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ ২ লক্ষ টাকা। দাঁতভাঙ্গা বাজারের পশ্চিম পাশ্বে সিসি রাস্তার মাথা হতে গুটলি গ্রাম গামী রাস্তায় সিসি করণ ৫ লক্ষ টাকা। দাঁতভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ ২ লক্ষ টাকা। ৫ নং ওয়ার্ড দক্ষিণ ইজলামারী কবিরাজের বাড়ি হইতে পুর্বদিকে আনোয়ার আর্মির বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ ৭ লাখ টাকা। ৪নং রৌমারী ইউনিয়নের সকল ওয়ার্ডে স্প্রেমেশিন বিতরণ ২ লাখ টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ ২ লক্ষ টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ (অংশ ২ ) ২ লাখ টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ (অংশ ৩) ১ লাখ টাকা। যাদুরচর দিগলাপাড়া গ্রামের কওমি মাদ্রাসায় ঘর প্লাস্টার করণ ১ লাখ টাকা। জামি আ মাহমুদিয়া জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীদের রান্নাঘর নির্মাণ ২ লাখ টাকা। ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের পশ্চিম পার্শে দাখিল মাদ্রসার ঘর মেরামত ১ লাখ টাকা। ৩নং বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা প্রতিবন্ধি স্কুলের ঘর পাকাকরণ ১ লাখ ৫০ হাজার টাকা। ৪নং রৌমারী ইউনিয়নের চরবামনেরচর ও রতনপুর হাফিজিয়া মাদ্রসার ঘরের মেঝে পাকা করণ ১ লাখ ৫০ হাজার টাকা। ৬নং চরশৌমারী ইউনিয়নের মিয়াচর চরের পশ্চিম পার্শ্বে হলহলিয়া নদীতে কাঠের ব্রিজ নির্মাণ ৩ লাখ টাকা। ৬নং চরশৌলমারী ইউনিয়ের মশালেরচর হলহলিয়া নদীর ওপর কাঠের ব্রিজ নির্মাণ ৩ লাখ টাকা। ৬নং চরশৌমারী ইউনিয়নের শান্তিরচর গ্রামের ঈদগাহ মাঠে টাইলসহ মিনার নির্মাণ করণ ২ লাখ টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্রিয়া সংগঠনে খেলা সামগ্রী বিতরণ (পিআইসি) ১ লাখ ৫০ হাজার টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র কৃষকের মাঝে স্প্রেমেশিন বিতরণ (পিআইসি) ১ লাখ টাকা। দাতভাঙ্গা ইউনিয়নের তেকানী গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ঘর মেরামত করণ ১ লাখ টাকা। ২নং শৌমারী ইউনিয়নে বাউশমারী সাইদুর মাস্টারের বাড়ি সংলগ্ন মসজিদে টাইলস করণ ১ লাখ টাকা। ৩নং বন্দবেড় ইউনিয়নের জন্দিরকান্দা গ্রামে ঈদগাহ মাঠে গাইড ওয়াল নির্মাণ ১ লাখ টাকা। রৌমারী ইউনিয়নের বাওয়াইয়ারগ্রাম ইরাফিল মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদে টয়লেট নির্মাণ ১ লাখ টাকা। রৌমারী ইউনিয়নের গোয়ালগ্রাম ঈদগাহ মাঠে মিনার নির্মাণ ১ লাখ টাকা। রৌমারী উপজেলার ৩টি প্রেসক্লাবে চেয়ার সরবরাহ করণ ১ লাখ টাকা। রৌমারী মৎস্য বিভাগের অধিন বিল নার্সারী স্থারী স্থাপন ৫০ হাজার টাকা। রৌমারী প্রাণি সম্পদ বিভাগের অধিন কৃমিনাশক ও ভিটামিন ক্রয় ৫০ হাজার টাকা। রৌমারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খেলাধুলা সামগ্রি বিতরণ (পিআইসি) ২ লাখ টাকা। রৌমারী উপজেলা ভুমি অফিসের সামনে পুরাতন পোষ্ট অফিস মেরামত ও সংরক্ষণ ৪ লাখ টাকা। ভাষাসৈনিক মরহুম রুস্তম আলী দেওয়ানের কবরস্থান ও বাড়ি গমনের রাস্তা সিসি করণ ৩ লাখ টাকা। রৌমারী কৃষি বিভাগের অধিনে স্প্রেমেশিন ক্রয় ৫০ হাজার টাকা। শালুর মোড় থেকে কাজাইকাটা রাস্তা ১৫০ মিটার চেইনেজে কাঠের সাকো নির্মাণ ২ লাখ টাকা। খেতারচর গ্রামে আফুরুদ্দিনের বাড়ির সামনে খালের ওপর কাঠের সাকো নির্মাণ ২ লাখ টাকা। রৌমারী উপজেলা সকল উন্নয়ন কাজ তদারকি ব্যয় ৯৭ হাজার ২৮০ টাকা। রৌমারী উপজেলার সকল উন্নয়ন কাজের আনুসাঙ্গিক ব্যয় ৪৮ হাজার ৬৪০ টাকা। ৫৩ টি প্রকল্পে টেন্ডারের সাশ্রয়কৃত অর্থসহ মোট ১ কোটি ৮৭ হাজার ৯২০ টাকা খরচ দেখানো হয়েছে।