খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে দুর্বৃত্ত কর্তৃক নিক্ষেপিত শিশু মুজাহিদের (৫) অর্ধগলিত লাশ ৩০ মে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিপ্লব কুমার বিশ^াস নয়াদিগন্তকে জানান, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া লাশ ইতোপূর্বে নিখোঁজ মুজাহিদের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধগলিত লাশটি থানায় আনা হচ্ছে। মুজাহিদ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের গার্মেন্টস কর্মী মোঃ বাবুল আক্তারের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের কাছ থেকে ৫শ টাকার একটি নোট নিয়ে নিজ গ্রামের একটি দোকানে গত ১০ মে শুক্রবার কেনাকাটা করতে যায় শিশু মুজাহিদ। ভাংতি না থাকায় দোকানদার তাকে সওদা না দিলে, সে ৫শ টাকার নোট নিয়ে শিশু মুজাহিদ বাড়ি মুখে রওনা হয়। পথিমধ্যে স্থানীয় বখাটে শামীম ঐ টাকার লোভে প্রথমে শিশুটি কে প্রভাবিত করার চেষ্টা করে, তাতে কাজ না হওয়ায় তার হাত থেকে ৫ শ টাকার নোটটি কেড়ে নেয়। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ী মুখে আসার সময় বলতে থাকে যে, আমি আম্মা কে এ কথা বলে দেব। এ কথা শোনে বখাটে শামীম শিশু মুজাহিদকে গলা টিপে ধরে নিয়ে গিয়ে পাশর্^বতী ব্রহ্মপুত্র ¯্রােতস্বীনি নদের পানিতে নিক্ষেপ করে। এ ঘটনা ঘটে গত ১০ মে শুক্রবার দুপুরে সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ^াসের সাথে যোগাযোগ করা হলে, তিনি নয়াদিগন্তকে জানান, শিশু মুজাহিদ ৫শ টাকার একটি নোট নিয়ে গ্রামের একটি দোকানে সওদা করতে গেলে ভাংতি না থাকায় সে টাকা নিয়ে ফেরত আসতে থাকে। পথিমধ্যে একই গ্রামের বখাটে দুর্বৃত্ত শিশু মুজাহিদের কাছ থেকে টাকাটি কেড়ে নেয়। কেঁদে বাড়ী ফেরা কালে বলে আমি মা’কে সব বলে দেব। এসময় তাকে ধরে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পর দিন শনিবার বিষয়টি চারিদিকে জানাজানি হলে এলাকাবাসী বখাটে দুর্বৃত্ত শামীমকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে শামীম। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিব সাত্তি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আবু রায়হান জানান, ধৃত শামীম ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ মুজাহিদের পিতা মোঃ বাবুল আক্তার বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৩, তারিখ: ১১/০৫/২০২৪, ধারা: ৩০২/২০১ পেনাল কোড। আসামী শামীম সহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে মামলা রুজু করা হয়। এত দিন পর শিশু মুজাহিদের অর্ধগলিত লাশ পেয়ে মা-বাবা সহ আত্মীয় স্বজন বুক ফাটা আত্মনাদ করছে।
Related Posts
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে বন্যা পূর্বাভাস ভিত্তিক কার্যক্রমের দিনব্যাপী কর্মশালা
- AJ Desk
- September 30, 2024
মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল রোববার ২৯ সেপ্টেম্বর […]
শ্যামগঞ্জ কালিবাডী বাজারের পানি নিস্কাশনের ড্রেনের মূখ বন্ধ : ৮ মাস ধরে মলের পানিতে বসবাস
- AJ Desk
- March 4, 2024
মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাডী বাজারের বসত বাডীতে ড্রেনের দূষিত ময়লাযুক্ত পানি […]
দৈনিক পল্লীকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- AJ Desk
- August 21, 2024
দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন, জামালপুর-এ গত ১৯ আগস্ট ২০২৪ রোজ সোমবার “চন্দ্রায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে […]