নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাজের অগ্রগতি গতকাল সোমবার ৩ জুন পরিদর্শন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ পাল রানা, পৌরসভার কাউন্সিল রাজিব সিংহ সাহা, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও জামালপুর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রজেক্ট ম্যানেজার হাসিবুল হোসেন রনো।
উল্লেখ্য, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর স্বপ্নদ্রষ্টা মির্জা আজম এমপির ঐক্যান্তিক প্রচেষ্টায় জামালপুরের মুক্তিযোদ্ধের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ এবং বিনোদন ও সংস্কৃতি চর্চা করতে জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী এলাকায় ২৩০ কোটি টাকা ব্যয়ে ৮ একর জমির ওপর শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে।