রৌমারীতে বিসিএফএস প্রকল্পের অবহিতকরণ সভা

রৌমারী সংবাদদাতা : কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাদ্য সরকারের নীতিমালা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নির্দেনাবলীর সাথে সামঞ্জস্য রেখে কোন জমি অনাবাদি থাকবে না, এই প্রস্তাবিত প্রকল্পটি জলবায়ু পরিবর্তন। উত্তরের নদীপাড়ের চর এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলের জনগণের সাথে কাজ করবে, জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তুলা, খাদ্যের প্রাপ্যতা বাড়াবে, জনগোষ্ঠির সহনশীলতা উন্নত করবে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা কমিউনিটির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ কর্মসূচী ও বিল্ডিং রেজিলিয়েন্ট ফুড সিস্টেম্স ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন বুধবার দুপুর ১২ টায় রৌমারী উপজেলার বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগন, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দের উপস্থি’তিতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনায় তৌহিদুর রহমান এলাকা ব্যবস্থাপক-উত্তরাঞ্চল সাজেদা ফাউন্ডেশন।