তানভীর আহমেদ হীরা : জামালপুর সদরের বাঁশচড়া এসবিজি মর্ডান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত কাল দিনব্যাপী এসবিজি মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আয়োজনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাফর উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবু কুমার চন্দ, উদ্বোধক প্রফেসর হারুর অর রশিদ, অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মন্টু সহ আরো অনেকে।
অতিথিরা স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আধুনিক ভবন নির্মাণ ও আগামীতে শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বক্তারা আরো বলেন, একজন শিক্ষকেরও অনেক দায়িত্ব রয়েছে, প্রতিটি শিক্ষার্থীকে মানবিক, মনুষত্ব নির্ভর ও চরিত্রবান হিসেবে গড়ে উঠাতে হবে। তবেই প্রকৃত অর্থে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে। আলোচনা শেষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চারজন শিক্ষককে বিগলের করুন সুরে রাজকীয় মার্যাদায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দেওয়া হয়। তখন আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।