দেওয়ানগঞ্জে মধু’র মোড়ের ব্রীজটি ধ্বসে পড়ার আশঙ্কা

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে মধু’র বাড়ীর মোড়ের ব্রীজটিতে মানুষ ও যানবাহন চলাচলের সময় হেলে দোলে, ব্রীজটি যে কোন সময় ধ্বসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজটির অবস্থা নড়বড়ে। কাত হয়ে হেলে পড়ে আছে ব্রীজটি। দুপাশের এ্যাপ্রোচের মাটি সরে গেছে। চলাচলের সময় ব্রীজটি কাপতে থাকে। জীবনের ভয়ে সূরা কলেমা পড়তে পড়তে পথচারী ও যানবাহনের চালকরা পারাপার হয়। এ পথে প্রতিদিন শতশত যানবাহন ও মানুষ জন চলাচল করে থাকে। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম ফারাজিপাড়া মধুর বাড়ী মোড়ে নির্মিত ব্রীজটি ২ দশক আগে প্রবল বন্যা ও তীব্র¯্রােতে ভেঙ্গে পড়ার উপক্রম হয়। ব্রীজের দুপাশের এ্যাপ্রোচের মাটি ধ্বসে যায়। পশ্চিম দিকে হেলে পড়ে। প্রায় সারা বছর ব্রীজের নিচ দিয়ে পানির ¯্রােত বয়। পানি থাকে। ব্রিজটির সংস্কার বা তা ভেঙ্গে ফেলে নতুন একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়ে আসছে এলাকাবাসী বহু দিন ধরে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেওয়ানগঞ্জ হতে চর বাহাদুরাবাদ, ফারাজীপাড়া, মন্নেরাচর, চর বাহাদুরাবাদ বাজার, এরেন্ডাবাড়ী, গমের চর, নয়াগ্রাম, ডাকাতিয়াপাড়া, খোলাবাড়ী সহ ৮/১০ গ্রামের মানুষ জন প্রতিনিয়ত চলাচল করে থাকে। এ যাবৎ ছোটখাটো অনেক দূর্ঘটনা ঘটেছে। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজ এলাকার বাসিন্দা জসিজল হক, সেতু, বাচ্চা গেল্লা, রাজ্জাক, নবী, অবি, ফজলু, ইমান আলী, মধু, জাহিদুল, ডানু, ঝলু, ছাদিকুল, তারা সহ অনেকে জানান ব্রীজটির সংস্কার বা নতুন ব্রীজ নির্মাণে দাবী দাওয়া আমরা দীর্ঘদিন ধরে করে আসলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এখন বর্ষা সমাগত। পানি বাড়বে। বাড়বে ¯্রােত। দিন রাত বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টি পড়বে মারাত্মক হুমকির মুখে। তাই জরুরি ভিত্তিতে এ বিষয়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ তোফায়েল আহমেদ নয়াদিগন্তকে জানান, চিকাজানী ইউনিয়নের মধুর বাড়ী মোড়ের এ ব্রিজটি প্রায় দুই দশক আগে নিমার্ণ করেছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ। আমরা করিনি। আমরা এলজিইডির পক্ষ থেকে ঐ ব্রিজটি ভেঙ্গে ফেলে সেখানে ৩০ মিটার দৈর্ঘ্য নতুন একটি ব্রিজ নিমার্ণের প্রস্তাবনা পাঠিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। অর্থ বরাদ্দ ও টেন্ডার কার্যক্রম শেষ হলে আমরা সাথে সাথেই সেখানে নতুন ব্রিজ নিমার্ণ করা শুরু করব।