জামালপুরে বিনা মুল্যে ভোকেশনাল প্রশিক্ষণের সমাপনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

তানভীর আহমেদ হীরা : জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের ভোকেশনাল প্রশিক্ষণের সমাপনী ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার নারায়ণপুরে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এক সমাপনী বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জিওবি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর সহযোগিতায় প্রথম ব্যাচের তিনটি ট্রেডে ১৬৯ জনকে বিনামূল্যে ৪৫দিন প্রশিক্ষণ শেষে সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।এছাড়াও আগামীতে জামালপুর জেলার ৫টি উপজেলার পর্যায়ক্রমে ২হাজার বেকার যুবক-যুবতীদের জন্য ভোকেশনাল প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। সেলাই, মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রিক্যাল এই তিনটি ট্রেডে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। ৪৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সনদ ও ৪ হাজার ৫শ টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসান জামাল টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উজ্জল ত্রিপুরা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, প্রকল্পের রিজিওনাল লাইভলীহুল্ড অফিসার মো: আইয়ুব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে পরবর্তী সময় আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। বেকার যুবক-যুবতীরা প্রশিক্ষিত হয়ে উৎপাদনমূখী কর্মকান্ডে দেশের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করে অর্থনৈতিক নিরাপত্তা ও দক্ষ মানব সম্পদে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে, চাহিদা অনুযায়ী আগামীতে নতুন নতুন ট্রেড চালু করে, পর্যাক্রমে আরো বেকার যুবক-যুবতীদের নিয়ে প্রশিক্ষিত করা হবে। দেশে কোন বেকার থাকবেনা সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছি।