লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করা ভারতের বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট দেশটির সাত রাজ্যের বিধানসভার ১৩টি আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে। এই উপনির্বাচনে ইনডিয়া জোট চার আসনে জয় পেয়েছে এবং অন্য ছয়টি আসনে বিজেপির তুলনায় এগিয়ে রয়েছে বলে শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিরোধীদল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (এএপি) এবং দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে) পার্টি ইনডিয়া জোটের শরীক দল। বুধবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার এবং তামিলনাড়ুতে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থী দিয়েছে সব কয়েকটি দল।
পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আম আদমি পার্টির মহিন্দর ভগত। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা চারটি আসনে এগিয়ে রয়েছেন। সেখানে প্রত্যেকটি আসনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর উপনির্বাচনে অংশ নিয়ে দেরা আসনে জয় পেয়েছেন। রাজ্যের নালাগড় আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে হামিরপুরে বিজেপি প্রার্থী আশিস শর্মা এগিয়ে রয়েছেন।
পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস চারটি আসন জয় পেয়েছে। চার আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে বিজেপি প্রার্থীদের পরাজিত করেছেন। তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে রয়েছেন ইনডিয়া জোটের শরীক দল ডিএমকের প্রার্থী আন্নিউর শিভা।
এছাড়া উত্তরাখণ্ডের বদ্রিনাথ ও মঙ্গলৌর—উভয় আসনেই এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে মধ্যপ্রদেশের অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহী। আর বিহারের রূপাউলি আসনে জনতা দলের (জেডি-ইউ) কালাধর প্রসাদ মন্ডল স্বতন্ত্র প্রার্থীর থেকে পিছিয়ে রয়েছেন।
শনিবার সকালে দেশটির সাতটি রাজ্যের বিধানসভার ১৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয় পায়। এর ফলে দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসনে জয় পাওয়ায় সরকার গঠনে সক্ষম হয়। ওই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট লোকসভার ২৩২ আসনে জয় পেয়েছে।