ঝিনাইগাতীতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানে তীব্র নিন্দা ও মানববন্ধন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার ১৬ জুলাই সকালে উপজেলার সামনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের তীব্র নিন্দা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা ইউনিট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমিট ঝিনাইগাতীর যৌথ আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম সুরুজ্জামান আকন্দ ও সন্তান কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদ হাসানের নেতৃত্বে ঘন্টা ব্যাপী মাববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, আলবদর, রাজাকার ও আলসামসদের ভূমিকা তুলে ধরে বর্তমান পরিস্থিতির উপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সন্তান কমিটির ফকির সাইফুল ইসলাম, জাহাঙ্গির হোসেন মিষ্টার, মাসুদ হাসান প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান প্রত্যাহার ও মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বৃথা যেতে দিবে না বলে হুশিয়ারি প্রদান করে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।