হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে আহবান -জনস্বার্থে বাংলাদেশের

জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন ১৮ আগস্ট রবিবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ৩২ শিশুসহ ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ‘বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জনস্বার্থে বাংলাদেশ   মনে করে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যা, যত্রতত্র আটক, গ্রেপ্তার, গুম ও দুর্ব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারচর্চা লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করেন ।