বকশীগঞ্জে জমি দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন!

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জোড় পূর্বক জমি দখল ও প্রাণ নাশের হমকির প্রতিবাদে সংবাদ সস্মেলন করেছেন মো. আব্দুল্লাহ নামে ভুক্তভোগী এক সহকারী শিক্ষক। গতকাল রোববার ২৫ আগস্ট দুপুর ১ টায় বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া বাগান বাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ওই শিক্ষক। মোঃ আব্দুল্লাহ পৌর এলাকার মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ বলেন, পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গ্রামের মফিজল হকের ছেলে মোকারর হোসেন, শহিদুর রহমান তার চাচাতো ভাই সেলিম ও ইউনুস আলীর নেতৃত্বে ১৮ আগস্ট সকাল ১০ টার দিকে আমার মালিরচর মন্ডল পাড়া গ্রামের আমার ক্রয়কৃত সাড়ে ১৭ শতাংশ জমি জোড়পূর্বক দখল করে নেন। এবিষয়ে আমি বকশীগঞ্জ থানা পুলিশ ও সেনা বাহিনীর ক্যাম্পে অবগত করলে মোকাররম হোসেন ও তার লোকজন আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমি ও আমার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, মোকাররম হোসেনের ভয়ে আমার বৃদ্ধ মায়ের খোঁজ নিতে পারছি না এবং গ্রামে যেতে পারছি না। এবিষয়ে আমি জমি ফেরত পেতে ও জীবনের নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোকাররম হোসেন জানান, আমি তার জমি দখল করিনি। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ গুলো সম্পূর্ণ বানোয়াট।