গত ২০শে আগস্ট অনলাইন পোর্টাল নাগরিক কথা এর সংবাদে ময়মনসিংহের সেই আরিফা ইয়াসমিন ময়ুরীর নতুন ষড়যন্ত্র শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় জয়ীতা জামালপুর হিজরার জনগোষ্ঠীর কান্ডারী আরিফা ইয়াসমিন ময়ুরী।
সংবাদে আরিফা ইয়াসমিন ময়ূরীকে জড়িয়ে যে সকল তথ্য দেওয়া হয়েছে তা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে হিজরার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, হিজড়াদের ভিক্ষাবৃত্তির থেকে বিরত রেখে, ব্লক বাটিক, সুচি শিল্পের কাজ, সেলাই মেশিনের কাজ, বিউটিশিয়ান ও গাড়ি চালানো সহ জীবন মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধি শীর্ষক কার্যক্রম পরিচালনা করে জামালপুরের হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে জাতীয় জয়িতা নির্বাচিত হন। সংবাদে ক্ষমতার দাপটে যে টাকা আত্মসাৎ এর যে কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াড ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে হিজড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করায় ও নিজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার জন্য একদল কচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে। তাই আমার সম্পর্কে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আরিফা ইয়াসমিন ময়ূরী
জাতীয় জয়িতা ও সভাপতি
সিঁড়ি সমাজ কল্যান সংস্থা জামালপুর।