শনিবার (৩১ আগস্ট) বিকালে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মধ্যবাড্ডাস্থ অফিস বিকল্পধারা বাংলাদেশের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মেজর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। তারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার আসার ফলে মানুষের কথা বলার স্বাধীনতার পরিবেশ উন্মুক্ত হয়েছে। যা শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। মানুষ তাদের রাজনীতি করার পরিবেশ ফিরে পেয়েছে। বক্তার মনে করেন যথাযথ রাষ্ট্র সংস্কারের শেষে একটি আদর্শ নির্বাচন করতে দুই থেকে তিন বছর সময় লাগবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময় দিতে হবে। সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের কিভাবে সাহায্য সহযোগিতা করা হবে সে বিষয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বন্যা দুর্গত এলাকায় মেডিকেল টিম প্রেরণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের। সভায় নব উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মহসিন চৌধুরী ও ওবায়দুর রহমান মৃধা, যুগ্ম-মহাসচিব মোঃ এনায়েত কবির, দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক মোঃ ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় যুবধারার সভাপতি মোঃ আসাদুজ্জামান বাচ্চু , সহ দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলু, কেন্দ্রীয় যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, কেন্দ্রীয় শ্রমজীবী ধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, এছাড়াও বক্তব্য রাখেন শাহ আলম শাহিন, মোঃ শাহনেওয়াজ, এড. জাহাঙ্গীর আলম, লিমন চৌধুরী, হোসাইন সরকার , মোঃ মাজহারুল ইসলাম শিহাব, মারুফ হাসান কাজল, ডা. খলিলুর রহমান, আদিত্য, নূর মোহাম্মদ প্রমূখ।
Related Posts
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
- AJ Desk
- April 22, 2024
বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আ.লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের […]
নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করবে আওয়ামী লীগ
- AJ Desk
- April 13, 2024
শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করবে আওয়ামী লীগ। রোববার (১৪ এপ্রিল) […]
৩৮ ড্রোন নিয়ে ক্রিমিয়া আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংস করল রাশিয়া
- AJ Desk
- March 3, 2024
ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একে একে ৩৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এই ৩৮টি ড্রোনই […]