শেরপুর সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের ৯টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের ৯ শহীদ পরিবারের মধ্যে নগদ দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী। শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুপা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা। ওই সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আবদুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য আনোয়ার হোসাইন, আবুল কালাম আজাদ, আবদুল আওয়াল, আবদুল কাদির, মাহফুজুর রহমান, মো. নুরুন্নবী, ফারদিন হাসান হাসিব, আফসার উদ্দিন, নূর ই আলম সিদ্দিকী, আতাউর রহমান, গোলাম সারোয়ার, আবদুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৌরভ, ওসমান গনি, মাহবুব আলম, আ: আজিজ, মো. শফিক, সবুজ মিয়া, বকুল মিয়া, আশরাফুল ইসলাম, শাহাদাত হোসেন শহীদ পরিবারকে ওই অনুদান প্রদান করা হয়।
Related Posts
ঝিনাইগাতীতে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫তম জন্মবার্ষিকী পালিত
- AJ Desk
- June 23, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার বেলা ১২টার সময় ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের […]
কোরবানির জন্য গারো পাহাড়ে পালন করা ৩৫ হাজার গরু প্রস্তুত
- AJ Desk
- June 14, 2024
শেরপুর সংবাদদাতা : ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা দেশের উত্তরাঞ্চলীয় শেরপুর জেলার তিনটি উপজেলা গারো পাহাড় বেষ্টিত। […]
শেরপুরে ভুল কীটনাশকে বেগুনের ক্ষেত নষ্ট: ক্ষতি ৫লক্ষ
- AJ Desk
- September 28, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে ভুল কীটনাশক দিয়ে এক বিঘা জমির বেগুনের ক্ষেত নষ্ট করার অভিযোগ […]