খাদেমুল ইসলাম : জামালপুরে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর জামালপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, ২৫৫ নম্বর লোকাল ট্রেনের ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ওভার হিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনটি নান্দিনা স্টেশন পার হওয়ার পর জামালপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের ইঞ্জিনরুমে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ট্রেনটি জামালপুর স্টেশনের প্লাটফর্মে আসার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত ট্রেনের ইঞ্জিনটি চলাচলের অনুপযোগী। ময়মনসিংহ থেকে অন্য ইঞ্জিন আসার পর ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।