বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক। গতকাল রোববার ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারী ইন্সপেক্টর পদে চাকুরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে চাকুরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। তাই অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts
জামালপুরে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজ ও প্রদর্শনীতে শেখ রাসেলের শ্রেষ্টত্ব
- AJ Desk
- March 28, 2024
নিজস্ব সংবাদদাতা : ভাগ্যবিড়ম্বিত শিশুদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র অতিতের […]
দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শতাধিক গাছের চারা রোপন
- AJ Desk
- August 2, 2024
খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শতাধিক গাছের চারা […]
ইসলামপুর অগ্নিকান্ডে দোকান সহ বসতঘর পুড়ে ভস্মিভূত
- AJ Desk
- October 24, 2024
ইসলমাপুর সংবাদদাতা : জামালপুর ইসলামপুরে দুইটি স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসত ঘর পুড়ে […]