সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন

আসমাউল আসিফ : সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিচারের দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, জামালপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, রফিউদ্দিন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মাহান্নাভ, আমিমুল আহসান নয়নসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার ঢাকায় মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে উপবৃত্তি প্রকল্প হতে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ঢাকার আজিমপুর গভমেন্ট গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষী কর্মকর্তাদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন শিক্ষকরা।