ইসলামপুরে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেইস কতৃক আয়োজিত ও জার্মানির আর্থিক সহায়তায়। গতকাল বুধবার ১৮সেপ্টেম্বর চরপুটিমারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেইস প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান মাস্টার। বক্তারা জলবায়ু পরিবর্তন ও জীবনমান উন্নয়নে বেশি করে গাছ লাগাব, গাছ কাটা থেকে বিরত থাকবো, জলবায়ুর ক্ষতির দিক হ্রাস করণের জন্য কাজ করবো বলে প্রতিজ্ঞা করণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুধীজন ও এনজিও প্রতিনিধিসহ আরো অনেকে।