জামালপুরে বিশ্ব নদী দিবস পালিত

তানভীর আহমেদ হীরা : জামালপুরে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে। নদীর দুষণ বন্ধ কর, প্লাস্টিক দুষণ বন্ধ কর “আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নদী পরিচ্ছন্ন অভিযান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জামালপুর শেরপুর সীমান্তে ব্রহ্মপুত্র সেতুর উপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ধরিত্রির জন্য আমরা (ধরা) ও এসপিকের আয়োজনে মানববন্ধন ও প্রতিকী নদী পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। আন্ত: সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার আদায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী ও বাপার সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)জামালপুর শাখা সাংগঠনিক সম্পাদক,ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, সাবেক কাউন্সিলর শামিমা বেগম রুবি, শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন,আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর জল বন্টন বাংলাদেশের অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ফোরামে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করা জরুরী।এছাড়াও স্থানীয়ভাবে যারা নদীর জীববৈচিত্রের ক্ষতিকরছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে নদীর নব্যতা ও দুষণ মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবে নদী বেষ্টিত কৃষি এবং মৎস্য উৎপাদন বেড়ে যাবে।