দেওয়ানগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক মানব বন্ধনের আয়োজন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মঙ্গলবার সকালে পুরনো উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঐ মানব বন্ধনের আয়োজন করা হয় বলে নয়াদিগন্তকে জানিয়েছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার। বক্তাগণ বক্তব্যে উল্লেখ করেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো জাতীয়করণ করা অতি জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, পাঠ্যপুস্তকে পাঠদান, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে, যা শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবী, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকরা একাডেমিক কাজে দক্ষ। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করার ১০ থেকে ২২ বছরের অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষিত সেশিপ এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান তারা। মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র ভদ্র ও প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে এমদাদুল হক, জহুরুল হক, আবু তালেব, ইউনুছ আলী, আবু তাহের, আঃ রশিদ, খন্দকার আবু নোমান, আলমগীর, আবুল কালাম আজাদ, সবুজ মিয়া, শাহজাহান আলী, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, আবু হাসেম সহ অন্যান্য। পরে উপজেলা প্রশাসনের নিকট এক স্মারক লিপি প্রদান হয়।