আসমাউল আসিফ : জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী মাদরাসা ছাত্র রমজান আলীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে মন্ডলপাড়া মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, চাচা মঞ্জুরুল হক, স্বজন বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৩০ মে প্রতিবেশী মিজানুর রহমানের আমবাগানে শিশু রমজান আলী আম কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ৩১ মে বাগানের পাশর্^বতী জমির গর্তে তার লাশ পাওয়া যায়। পরিবার ও স্বজনদের দাবী পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মিজানুর রহমান, তার দুই ছেলে সুমন ও মিলন শিশুটিকে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু রমজান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শিশুর বাবা মাছুদ মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন। বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছে। মাদরাসা ছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সহযোগীতার দাবী জানান বক্তারা।