জামালপুরের শাহাবাজপুরে ভোক্তা অধিকারের অভিযানে নকল কীটনাশক উদ্ধার : ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বাজারে নকল কীটনাশক উদ্ধারসহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শাহাবাজপুর বাজারের মেসার্স জহুরুল স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ কার্টন নকল এমিস্টার (ধানের খোলপচা রোগের জন্য ব্যবহৃত ছত্রাকনাশক) টপ উদ্ধারসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে নকল এমিস্টার টপগুলো নষ্ট করে মাটিতে পুতে ফেলা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। অভিযানে উদ্ধারকৃত এমিস্টার টপ সম্পর্কে জানতে চাইলে সিনজেনটা জামালপুরের পরিবেশক মো. ইকরামুল হক নবীন বলেন, কৃষিকাজে কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয় ফসলের উপকারী বালাইনাশক এমিস্টার টপ, ভিরতাকো, ইনসিপিয়ো, থিয়োভিট, গ্রোজিন মূল্যবান হওয়াতে একটি কুচক্রিমহল ও অসাধু ব্যবসায়ী প্রায়ই এই পন্যগুলো নকল করে বাজারজাত করে। যার ফলে কৃষকরা আর্থিকভাবে এবং ফসলের ক্ষেত্রে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমনই একটি পন্য এমিস্টার টপ এর নকল প্রোডাক্ট রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহাবাজপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার করা হয় এবং অসাধু ব্যবসায়ী মো. জহুরুল ইসলামকে ১০হাজার টাকা জরিমানাও করা হয়। আমরা ভ্রাম্যমান আদালতের এমন ভেজাল বিরোধী অভিযানকে সাধুবাদ জানাই।