নিজস্ব সংবাদদাতা : ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে তা সমর্থন করার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ছাত্র -জনতা। গত বুধবার ২ অক্টোবর বিকেলে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা থেকে মূল সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন রাসেল, দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আকরামুজ্জামান,বাংলাদেশ জামায়াতে ইসলামী এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন ও পৌর আমির হাফেজ আতিকুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,’আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই রাসুলের (সা.)-এর প্রতি যে অবমাননা করা হয়েছে তা কোনোদিনও ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবেনা। তাই আমরা ছাত্রজনতা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
তাঁরা বলেন,সারাবিশ্বের কোথাও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার হলে বাংলার মুসলমানরা বসে থাকবে না। তাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ‘সারাবিশ্বের মুসলমানরা একটা দেহের মতো কোনো একটা অঙ্গ ব্যথা পেলে সারা দেহ ব্যথা পাই। আজ যেভাবে ভারতে মুসলমান ভাইবোনদের ওপর নির্যাতন-চালানো হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।