দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের উপকারভোগী মহিলাদের মান উন্নয়ন প্রশিক্ষণ

রশীদুল আলম শিকদার : গত ১ ই অক্টোবর দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে, স্বপ্ন উপকারভোগীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
উৎপাদনশীল সম্ভাবনায় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন), ২য় পর্যায় জামালপুর জেলায়, বাংলাদেশ সরকার, সুইডেন, দূতাবাস, ম্যারিকো,এবং ইউএনডিপি অর্থায়নে ইএসডিও কতৃক স্বপ্ন প্রকল্পটি বাস্ববায়িত হচ্ছে। জামালপুর জেলার তিনটি উপজেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ,বকশিগঞ্জ উপজেলার মোট ২৭ টি ইউনিয়নে ৯৭২ জন উপকারভোগী কর্মসংস্হার সুযোগ সৃষ্টি হয়েছে। স্বপ্ন প্রকল্প উপকারভোগী মহিলাদের জীবনদক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষে ৬ টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ উন্নয়ন নারী গুলো হচ্ছে, নেতৃত্ব উন্নয়ন, নারী অধিকার ও জেন্ডার উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ সহজ হিসাব ও ডিজিটাল হাতেখরি, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগ মোকাবেলার কৌশল গ্রামিন নারী স্বেচ্ছাসেবক কার্যকম, মুলতঃ স্বপ্ন প্রকল্পের উপকারভোগী মহিলাদের জীবন মান উন্নয়ন জন্য এই প্রশিক্ষণ টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপকারভোগীদের আয় বৃদ্ধিমূলক কাজের সাথে জড়িত হয়ে জীবন মান উন্নয়ন সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে। চরআমখাওয়া ইউনিয়নে স্বপ্ন উপকারভোগীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইউনিয়ন ওয়ার্কার রোজিনা আক্তার উপস্থিত হয়ে প্রশিক্ষণের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে উপকারভোগীদের মাধ্যমে পুষ্টিকর খাবার তৈরি আয়োজন করেন যাতে তারা হাতে কলমে শিখে নিজের জীবনে কাজে লাগাতে পারে।