ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার বিকালে উপজেলার সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ শিক্ষকদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাছুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম, এস এম রমজান আলী সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন বৈষম্য বজায় রেখে শিক্ষকরা চলতে পারে না। ১০ম গ্রেড আমাদের দাবি না, আমাদের অধিকার। একজন শিক্ষক বর্তমান বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় যে বেতন পায় তা দিয়ে সংসার চালানো দুস্কর হয়ে পড়ে । অনেক শিক্ষক সুদের টাকা ব্যাংক বা ব্যাক্তিদের নিকট থেকে গ্রহণ করে সংসার চালায় তা নিরসনে জীবন জীবিকার কারণে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহব্বান রাখেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আরম রাসেলের নিকট দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদন করা হয়। উপজেলার ১০১টি সরকরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
Related Posts
শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- AJ Desk
- February 26, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে সাজাপ্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়াকে (৪২) ৩ বছর পলাতক থাকার পর […]
নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সোহাগের নির্বাচনি ইশতেহার
- AJ Desk
- May 21, 2024
শেরপুর সংবাদদাতা : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। প্রচারণার […]
শেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
- AJ Desk
- May 13, 2024
শেরপুর সংবাদদাতা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার দোছরা ছনকান্দা গ্রামের মোঃ […]