ঝিনাইগাতীতে শিকড় কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার বিকালে সদর বাজারের খাদ্য ব্যবসায়ী হল রুমে শিক্ষিত সংগঠন শিকড় কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে ১০০ পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়। এর আগে সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে অভিনূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ছামিউল হক সাদা, মিজানূর রহমান প্রমুখ। ঐতিহ্যবাহী শিকড় সংগঠন থেকে সাধারণ সম্পাদক ডা: সাইফুল আমিন মুক্তা, ডা: আব্দুল করিম, শাহিনূর ইসলাম ও রুস্তম আলী সহ অনেকেই। এ সময় প্রধান অতিথি নগদ দুই হাজার টাকা করে বন্যার্তদের হাতে তুলে দিয়ে ধৈর্যের সাথে পাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার আহব্বান রেখে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠনের জন্যে দোয়া চান। অপর দিকে সকালে মাহমুদুল হক রুবেলের নিজ অর্থায়নে উপজেলার গজনী অবকাশে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।