দেওয়ানগঞ্জে নয়াগ্রামে ভাঙ্গা ব্রিজে ১০ গ্রামবাসীর দুর্ভোগ

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে নয়াগ্রামে একটি ব্রিজের এ্যাপ্রোচ ধসে পড়ায় ১০ গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছে। দেওয়ানগঞ্জ-খেলাবাড়ী পাকা সড়কের চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের ঐ ব্রিজের পূর্বাংশে দুপাশের এ্যাপ্রোচ গত প্রবল বন্যার তীব্র ¯্রােতে ধসে যায়। সেই থেকে ঐ পথে জন ও যানবাহন চলাচলে দারুন অসুবিধা দেখা দেয়। দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ সে সময় নয়াদিগন্তকে জানিয়ে ছিলেন, বন্যা কালে পানির কারণে ব্রিজের ভাঙ্গা স্থান সংস্কার করা কোনো ক্রমেই সম্ভব হবে না। বন্যার পানি কমে গেলে, পরে ব্রিজের ভাঙ্গা অংশের কাজ শুরু করা সম্ভব হবে। বন্যার পানি শুকিয়ে গেছে অনেক দিন হয়ে যায়। কিন্তু নয়াগ্রামের ব্রিজের ভাঙ্গা স্থানের সংস্কার কাজ এখনও শুরু করা না হওয়ায় মানুষের চলাচলের দারুন অসুবিধা দেখা দিয়েছে। এলাকা পরিদর্শনে জানা গেছে, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী পথে প্রতিদিন চলাচল করে কমপক্ষে ১০ গ্রামের মানুষ। গ্রামগুলো হচ্ছে-চিকাজানী, টাকিমারী, বওলাতলী, নয়াগ্রাম, ফারাজীপাড়া, গমের চর, চর বাহাদুরাবাদ, ডাকাতিয়াপাড়া, হাজারীগ্রাম, খোলাবাড়ী, বরখাল, দেওয়ানগঞ্জ সদর সহ অন্যান্য। এছাড়াও যমুনার পশ্চিম পাড়ের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার লোকজনও এ পথে চলা করে থাকে। নয়াগ্রাম ব্রিজের এ্যাপ্রোচ ধসে যাওয়ার পর সেখানে বাঁশ, কাঠ জোড়া দিয়ে মানুষ ও ছোট যানবাহন কোনো রকম চলাচল করছে। ভারী কোনো যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। যাত্রী বাহী ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করছে। যা যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ এর সাথে ১৬ অক্টোবর বুধবার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের ঐ ভাঙ্গা ব্রিজের কাজের ইতিমধ্যে টেন্ডার হয়েছে, শীঘ্রই সেখানে কাজ শুরু করা হবে।