কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু মশা প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলা প্রশাসনের নির্দেশে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে কেন্দুয়া বাজার, ভূমি অফিস, হাসপাতাল, মসজিদ, এতিমখানা সহ বিভিন্ন স্থানে ডেঙ্গু মশা প্রতিরোধের জন্য মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় গতকাল। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইউপি সচিব আতাহার আলী, ইউপি সদস্য মিলন সহ গ্রাম পুলিশের সদস্যগণ। এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন উপজেলা প্রশাসনের নির্দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আশা করি এতে করে আমরা ডেঙ্গু মশা মুক্ত হতে পারবো। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকী বলেন ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাই সচেতন হই। বাড়ির আশে পাশে পানি যেন জমাট বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখি। ডেঙ্গু মশা প্রতিরোধের জন্য সদর উপজেলার ১৫টি ইউনিয়নেই মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।