ঝিনাইগাতী সংবাদদাতা : মানুষ মানুষের জন্যে আজ রোববার ঝিনাইগাতীর আহাম্মদ নগর ডা: সেরাজুল হক টেকনিক্যাল ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেল তিন হাজার মানুষ। উপজেলার শিকড় সংগঠন, শেরপুর অফিসার্স ফোরাম ও আই,সি,ডিডি,আরবি ঢাকার যৌথ উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। ডা: সাইফুল ইসলাম, ডা:সাইফুল আমিন মুক্তা, ডা: আব্দুল করিম, ডা: খায়রুল কবীর সুসম,ডা: সাদ্দাম সহ চিকিৎসা সেবায়, মেডিসিন,চক্ষু, শিশু,অর্থোপেডিক্স, গাইনী, সার্জন সহ ২৫জন ডাক্তার সেবা প্রদান করে থাকেন। বিনামূল্যে উন্নত মানের কোম্পানির ঔষধ ডাক্তারগণের লিখিত মোতাবেক বিতরণ করা হয়। এর আগে কর্মসূচিতে শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে সেবা প্রাপ্তিদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর তিন আসনের এমপি মহমুদুল হক রুবেল। আরো বক্তব্য রাখেন শেরপুর অফিসার্স ফোরামের পক্ষ থেকে আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সম্্রাট প্রমুখ। উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, মেজর মাহমুদুল হাসান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বন্যার্ত এলাকায় এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনকে উপজেলাবাসী স্বাগত জানিয়ে যৌথ সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
Related Posts
ঝিনাইগাতী কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপির বিরুদ্ধে মানববন্ধন
- AJ Desk
- September 24, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি […]
ঝিনাইগাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- AJ Desk
- October 3, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার বিকালে উপজেলার সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী […]
শেরপুরে নকল বস্তা ব্যবহারের অপরাধে সার ব্যবসায়ীকে জরিমানা
- AJ Desk
- April 4, 2024
শেরপুর সংবাদদাতা : বস্তার মোড়ক পরিবর্তন করে যমুনা সারের নকল সিল সম্বলিত সারের বস্তা ব্যবহারের […]