জামালপুরে বেসরকারি কলেজের শিক্ষকদের মানববন্ধন

আসমাউল আসিফ : জামালপুরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি ও ঢাকায় শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও অ্যাপ্লিকেশন টু চিফ অ্যাডভাইজার কর্মসুচি পালিত হয়েছে। গত বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, সোহানুর রহমান, মোহনা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজ জাতীয়করণ করা হলেও জাতীয় বিশ^বিদ্যালয় অধিভূক্ত সারাদেশে বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকরা এনটিআরসিএ সনদধারী হয়েও এমপিওভূক্ত হতে পারেন নি। দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে বছরে ১০৮ কোটি টাকা বরাদ্দ দিয়ে এমপিওভূক্তির ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার আহবান জানান বক্তারা।