ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা পাহাড়ি এলাকার বালিজুরি সেতুর সন্নিকটে গতকাল রোবাবার বিকাল ৪ ঘটিকার সময় সোমেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে সোমেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে বালিজুরি সেতু সহ রাস্তাঘাট বিনিষ্ট হয়ে জনসাধারণের চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বালু মহলটি ইজারা প্রদান করা হলেও ইজারাদার নিয়মনিতী তোয়াক্কা না করে বালু উত্তোলণ করে আসছে। বালু উত্তোলনের কর্মকান্ড প্রতিবাদ ও সংবাদ করার ফলে আব্বাস আলী, সাংবাদিক খোরশেদ আলমকে জড়িয়ে ৭ জনের নামে ঝিনাইগাতী থানায় ইজারাদারের পক্ষের লোক জনি মিয়া গতকাল একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ওসি আল আমিন এফআইয়ার ভূক্ত করেন। ওই মিথ্যা মামলাটি প্রত্যাহার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন মানবন্ধনে অংশ নেয়া নারী/পুরুষরা। এ ব্যাপারে মামলার বাদি জনি মোবাইলে জানান আমাদের কাজকর্মে বাধা প্রদান করার ফলে আইনের আশ্রয় নিয়েছি।