প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

গত ২৬ অক্টোবর দৈনিক আজকের জামালপুর পত্রিকায় প্রকাশিত ” একজন সৎ চেয়ারম্যান এতো সম্পদের মালিক হয় কি করে? প্রশ্ন মাহমুদপুরবাসীর” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সংবাদটি মূলতঃ ভুল তথ্যের উপর প্রকাশিত। কতিপয় স্বার্থান্বেষি গোষ্ঠী প্রতিহিংসা বশতঃ আসল তথ্য না জেনেই তাদের মনগড়া বা কল্পিত তথ্য সাজিয়ে সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিককে প্রদান করায় সংবাদটি ওইভাবে প্রকাশিত হয়েছে।
প্রকৃতপক্ষে মেলান্দহ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিন্নাহ একজন সৎ ব্যক্তি। তিনি একজন সফল রাজনীতিক ও স্বার্থক ব্যবসায়ী। বিগতদিনে তিনি দল বা দলের নাম পদবী ব্যবহার করে কারো কাছ কোনো অবৈধ বা অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছে এমন নজির নেই। তিনি তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির ফসল, বাজারের দোকান ভাড়া, স্ত্রীর চাকুরির বেতনের আয় দিয়েই তার আজকের অবস্থানে পৌঁছেছেন। তার গাড়ি ও গ্যাসপাম্প সব ব্যাংকের ঋণের টাকায় করা। এছাড়া ডানো নামে কোনো ব্যক্তির সাথে আমার বা চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই।
তদুপরি, একটি স্বার্থান্বেষি মহল দেশের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ও চেয়ারম্যানকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এহেন কাজ করেছে। তাই, এধরণের বিভ্রান্তকর খবরে কাউকে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে প্রকাশিত সংবাদ প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারি
মোঃ টুলটুল রহমান
ইউপি সদস্য, মাহমুদপুর ইউপি
মেলান্দহ, জামালপুর।