দেওয়ানগঞ্জ সংবাদাতা : দেওয়ানগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আয়োজিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিউল আলম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা, উন্নয়ন সংঘের ডিষ্ট্রিক সাব-কো-অডিনেটর মোঃ শরিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্প কর্মকর্তা রাহাত আরা সহ অন্যান্য। সভা পরিচালনা করেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষেত্র সহকারি আলামিন।
দেওয়ানগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
