ধনবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

Oplus_131072

ধনবাড়ী সংবাদদাতা : দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋণের চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার এস. এম. হাসান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, জীবন মাহমুদ (শক্তি) সাংগঠনিক সম্পাদক মো.শাহ্ পরানুল ইসলাম (রনি) ,প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধনবাড়ী উপজেলা সমন্বয়ক মো.সুমন সহ অনেকেই। আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত দেশে পরিণত হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়, আরো বলেন, তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়।