মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেনের কর্মই অবর্তমানে স্মরণ

আব্দুল হাই : জামালপুরের মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকির হোসেন সাহেবের কর্মই “অবর্তমানে স্মরণ” করবে মেলান্দহ উপজেলাবাসী। মোঃ জাকির হোসেন সাহেব ১৫/০৪/২০২১ইং মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হিসেবে যোগদান করেন। উনি মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে পূর্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের অফিস কাঠামো ছিল জরাজীর্ণ। তারই প্রচেষ্টার ফসল অফিস কাঠামোর সৌন্দর্য চোখে পড়ার মতো। তার কর্মই এবং কর্মপদ্ধতির জন্য উপজেলা প্রশাসন ও উপজেলাবাসী তাকে অবর্তমানে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। উনার উপর সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব পালনে তিনি ছিলেন দায়িত্বশীল।জনগণের আস্তাভাজন অফিসার হিসেবে বিভিন্ন দাপ্তরিক সেবামূলক কার্যক্রমে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।এ ধরনের অফিসার দ্বারাই দেশের উন্নয়ন কর্মকান্ড গুলোর সফল বাস্তবায়ন সম্ভব। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের আলহাজ্ব খলিলুর রহমান সাহেবের একমাত্র সন্তান। তার দায়িত্বশীল “কর্মই” তাকে সামনের দিকে এগিয়ে নিবে “এটাই স্বাভাবিক”।