শেরপুর সংবাদদাতা : শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ২৫০ শয্যা শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়াকে অপসারণের জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে শেরপুর প্রেস ক্লাব। গত মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেস ক্লাবের প্যাডে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লেখা চিঠি সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ওষুধ কেনার ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। তারই প্রেক্ষিতে জেলার সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এরই প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়াকে আগামী ৭২ ঘন্টার মধ্যে শেরপুর থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জেলার সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচী গ্রহণে বাধ্য হবে। শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল স্বাক্ষরিত ওই চিঠি গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের হাতে পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, মহিউদ্দিন সোহেল, মো. আলমগীর হোসেন, মো. আবু হানিফ, বিপ্লব দে কেটু, জুবায়দুল ইসলাম, জাহিদুল আলম সৌরভ, মো. তারিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Related Posts
পারিবারিক দ্বন্দ্বে খুন হলেন আমেরিকান প্রবাসী
- AJ Desk
- April 4, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে খুন হলেন আমেরিকান প্রবাসী আব্দুল হামিদ জীবন […]
ঝিনাইগাতীতে মানবিক সহায়তা প্রকল্প বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ
- AJ Desk
- October 17, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার বিকালে গৌরিপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে স্টার্ড […]
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বোরো ধান গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা
- AJ Desk
- March 10, 2024
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবু তাহেরের […]