নিজস্ব প্রতিবেদক : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৩ নভেম্বর বিকালে উপজেলার মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে এ মতবিনিময় সভা করা হয়। সভায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা, সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে। পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে পুলিশ। বিট পুলিশিং সভার আগে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভাড়া ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। থানার সেকেন্ড অফিসার (এসআই) মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মোঃ সোহেল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাস। আরও বক্তব্য দেন, মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সাত্তার, সদস্য সচিব তৈয়বুর রহমান, জেলা বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনু, যুগ্ম আহবায়ক মাওলানা আলাউদ্দিন, আব্দুল মান্নান, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ শাখার সভাপতি মাওলানা মাহাদি হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম তুহিনসহ আরও অনেকে। এসময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীড গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related Posts
ইসলামপুরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- AJ Desk
- October 14, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে প্রশাসনের করা নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। কঠোর […]
সরিষাবাড়ীতে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন শিক্ষার্থীরা
- AJ Desk
- August 14, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা : ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারন মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। […]
জামালপুরে গরিব রোগীদের মাঝে রোগী কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ
- AJ Desk
- April 5, 2024
নিজস্ব প্রতিবেদক : জামালপুরে অসহায় ও গরিব রোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জামালপুর […]