ইটাইলে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে হামলা ও লুটপাট : গ্রেফতার ১

জাহাঈীর আলম : জামালপুরে ইটাইলে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে হামলা ও লুটপাটের ঘটনায় পলাতক আসামী মোফাজ্জলকে গ্রেফতার করে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ৷
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর শনিবার নাসির উদ্দিন ও তার দলবলসহ ভুক্তভোগী লাল মাহামুদ ও ময়ছরের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালায় এবং বাড়িঘরে লুটপাট করে নগদ টাকা অলংকার লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আমার মা বাধা দিলে তারা আমার মাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কিল-ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে আশোপাশের লোকজন এগিয়ে আসলে নাছির উদ্দিনগংরা চলে যায়। পরেদিন সকালে লাল মাহামুদ পীরগঞ্জ বাজারে গেলে আগের থেকে উৎপেতে থাকা নাছির উদ্দিনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ১০/১৫ জন দেশীয় অস্ত্রসহ গতিরোধ করে আক্রমন করে। আমার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সেখান থেকেও নাছির উদ্দিনগংরা পালিয়ে যায়। এবং বিভিন্নভাবে হুমকীসহ প্রাণের মারার ভয়ভীতি প্রদর্শন করে। লাল মাহমুদ লালুর পরিবার নাছির গংদের ভয়ে সর্বদা নিরাপত্তাহীনতায় ভূগছে। ভুক্তভোগি লালু বলেন আমার ক্রয়কৃত ১৫ শতাংশ জমিতে থাকার ঘর তৈরী করতে গেলে নাসিরউদ্দিনের লোকজন দলবল আমার পরিবারের উপর আক্রমণ ও ভাংচুর মারপিট করে আমার ঘর হতে নগদ টাকা অলংকার লুট করে নিয়ে যায়।
তাই ময়ছর আলী ছেলে লাল মাহমুদ বাদী হয়ে গত ১৩/১১/২৪ তারিখ বুধবার জামালপুর সদর থানায় ১০ জনের চিহ্নিত করে আরো ১০/১২ অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের করে৷ এদিকে মামলার পরিপ্রেক্ষিতে নরুন্দি কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আলী সঙ্গীর ফৌস নিয়ে শৈলকান্দা ব্রহ্মোত্তর দক্ষিনপাড়া, ইটাইলে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১নং আসামী মোফাজ্জলকে গ্রেফতার করে এবং শুক্রবার সকালে মোফাজ্জলকে কোর্টের সোপর্দ করে৷ মামলাতদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ জানান পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।