ওসমান হারুনী : মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল ইন্তেকাল করেছেন। (ইন্না—–রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৫৫)বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ৩কন্যা সহ বহুগুগ্রাহী রেখে গেছেন।জানা যায়, শনিবার রাত দশটার দিকে সাংবাদিক বকুলের বুকে ব্যাথা উঠলে পরিবারের লোকজন শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ নেওয়ার সময় পথিমধ্যে সাংবাদিক বকুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত রোববার বেলা আড়াইটায় মরহুমের নিজ এলাকা শ্রীবরদী বড় গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রেজাউল করিম বকুল শ্রীবর্দী প্রেসক্লাবে সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার হঠাৎ মৃত্যুেতে জানাযা উপস্হিত হয়ে মরহুমের চাচাতো ভাই মাহবুবুর রহমান, সাংবাদিক হাফেজ মাসুদুর রহমান,সাংবাদিক ফরিদুজ্জামান, বিএনপি নেতা আব্দুল আল মামুন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রীবর্দী থানা অফিসার জাহিদ আনোয়ার জাহিদ, সিনিয়র সাংবাদিক সৌকত জামান, ইউপি সদস্য রফিকুল ইসলাম,শেরপুর জেলা জায়াতের ইসলামী সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাংবাদিক এজেএম আহসানুজ্জামান ফিরোজ, মোহনা টিভি ময়মনসিংহ জেলা প্রতিনিধি রুবায়েত আহম্মেদ বাপ্পী,জামালপুর জেলা প্রতিনিধি ওসমান হারুনী, শ্রীবর্দী উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহিম দুলাল। শেরপুর পুর প্রেসক্লাবে সভাপতি রফিক মজিদ, শ্রীবর্দী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তারেকে আব্দুল্লাহ রানাসহ বিভিন্ন শ্রেণির পেশা মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও মরহুমের মৃত্যুতে মোহনা টিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।