দেওয়ানগঞ্জে পদত্যাগ কারী অধ্যক্ষের পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে অনিয়ম, দূর্নীতি, অব্যস্থাপনার অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগকারী মাদ্রাসা অধ্যক্ষের পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, শিক্ষক, কর্মচারীবৃন্দের ব্যানারে এক বিক্ষোভ মিছিল, উপজেলা নির্বাহী অফিসার কে স্মারক লিপি প্রদান ও অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার স্বেচ্ছায় পদত্যাগকারী সাবেক অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খান কে পূর্ব পদে পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসা মাঠে জমায়েত শেষে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আক্রারুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ¦ ইসমাঈল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পূর্বক উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ ইউএনও কার্যালয়ে গমন করে তার কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। পরিষদ প্রাঙ্গনে পথ সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহাবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আক্রারুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ¦ ইসমাঈল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা, জয়নাল আবেদীন, আসিফ, শিক্ষক গাজী আতিকুর রহমান সহ অন্যান্য। এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা অধ্যক্ষ মোতালেব হোসেন খানের কুশপুত্তলিকা দাহ করেন। বক্তাগণ বলেন, ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষের পুনর্বহাল সিদ্ধান্ত বন্ধ করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।