বরাদ্দ হয়েছে বার বার কাজ হয়নি একবার

Oplus_131074

মোহাম্মদ আলী ; বেনুয়ার চর ঈদগাহ। একটি পুরাতন ঈদগাহ। দুই ঈদে হাজারো ধর্মপ্রাণ মুসুলমানের সমাগম হয় এই ঈদগাহে। দীর্ঘদিনেও এর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। অথচ খোঁজ নিয়ে জানা গেছে গত ১০ বছরে এই ঈদগাহের নামে একাধিক বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা যায়, ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চর গ্রামের ঈদগাহটি অনেক পুরাতন একটি মাঠ। এ মাঠের নামে দুর্নীতির দায়ে পলাতক ইসলাম পুরের সাবেক এমপি ও সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের দায়িত্ব কালিন এই ঈদগাহের উন্নয়ন এবং সংস্কার বাবদ তার বিশেষ ও ঐচ্ছিক তহবিল থেকে একাধিকবার বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দগুলি উত্তোলন করেছেন তার ঘনিষ্ঠ সহচর, চরপুটিমারি ইউপি চেয়ারম্যান। কিন্তু, সরেজিমন গিয়ে দেখা গেছে এ মাঠে কোনো কাজ হয়নি।
এলাকাবাসী জানান, গত ১০ বছরে তারা বেনুয়ার চর ঈদগাহের কোনো উন্নয়ন বা সংস্কার দেখেননি। বর্তমানে মাঠটির দেওয়াল ধসে পড়েছে, গেইট ভেঙে ঝুলে পড়েছে, সংস্কারের অভাবে গরু ছাগল ঢুকে মলমূত্রত্যাগ করছে।
এব্যাপারে চরপুটিমারি ইউপি চেয়ারম্যান মোঃ সামছুজ্জামান সুরুজ মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। পরবর্তীতে মোবাইল ফোনে চেষ্টা করলে বার বার ফোন কেটে দিয়েছেন।