স্টাফ রিপোর্টার : জামালপুরের মাদারগঞ্জের জোরখালি ইউনিয়নে জোরপূর্বক পৈত্রিক ১১ বিঘা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার সকালে মাদারগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী রোমানা হোসেন রিনা ও হীরা নাসরিন। সংবাদ সম্মেলনে অভিযোগ একই ইউনিয়নের মিষ্টার আকন্দ জমির ভুয়া কাগজপত্র দেখিয়ে জোরপূর্ভক রোমানা হোসেন রিনা ও হীরা নাসরিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জোরখালি মৌজার যার খতিয়ান নং ১৬৫৫,১৭৭৪,১৭৭৫ ও ১৯০১ সেমতে দায় নং ৪১০১, ৪১০২, ৪১০৩, ৪১০৪, ৪০১৮, ৪০৮৭, ৪০৮৯, ৪০৯০, ৪০২৭, ৪১০৮, ৪০৯৯, ৪৩০০ ও ৪৩০১ এর ১১ বিঘা জমি দখল করেছে। এ ব্যাপারে উচ্চ আদালতে থেকে রোমানা হোসেন রিনা ও হীরা নাসরিনের সহজ তাদেরপ পরিবারের সকলের জমির পক্ষে রায় পেলেও মিষ্টার আকন্দ নানা ভাবে তাদের প্রাণ নাসের হুমকী ধামকী দিয়ে আসছে পরিবারটিকে। এ ব্যাপারে প্রাণনাসের শংকা ও নিজ রায়ের বৈধ জমি বুঝিতে দিতে প্রশাসনের সহযোগীতা কামনা করছে পরিবারটি।