জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় পিতাপুত্র গুরুতর আহত

জুয়েল রানা : জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের আড়ংহাটীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহতাবস্থায় পিতাপুত্র জামালপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা গেছে, আড়ংহাটী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ রবিউল, আব্দুল হামিদ ও আব্দুর রাজ্জাক ওরফে ছোটগেদা, রবিউলের স্ত্রী নাছিমা বেগম, মমিনুরের স্ত্রী লিপা বেগম এবং আব্দুর রাজ্জাক ওরফে ছোটগেদার স্ত্রী ফাতেমা বেগম গংরা গতকাল সকালে একই এলাকার খলিলুর রহমানের ছেলে শাহজাহানের জমি জোরামূলে বেদখলের উদ্দেশ্যে শাহজাহানের স্বত্ত্বদখলীয় জমিতে খড়ের পাল্লা দিতে প্রস্ততি নেওয়ায় শাহজাহান বাঁধা দিতে গেলে প্রথমে শাহজাহানের ওপর হামলা করে। এসময় শাহজাহানের ডাকচিৎকারে শাহজাহানের ছেলে স্বাধীন এগিয়ে এলে তার ওপরও ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয় এসময় শহীদুলের স্ত্রী আল্পনা বেগম এগিয়ে এলে তার শ্লীলতাহানি ঘটিয়ে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের ডাকচিৎকারে ঘটনাস্থলে গ্রামবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন পিতা শাহজাহান ও পূত্র স্বাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে জামালপুর সদর থানায় আহত শাহজাহান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।